J P Nadda At Birbhum: \'মে মাসের ভোট পরিবর্তনের ভোট\', বীরভূমে জে পি নাড্ডা

2021-02-10 3

হলদিয়ার মাঠে নরেন্দ্র মোদির (Narendra Modi) দেখানো পথেই বীরভূমের (Birbhum) মাটিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। মমতা ব্যানার্জির থেকে নাড্ডার আক্রমণের কেন্দ্রবিন্দুতে এদিন ছিলেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। মঙ্গলবার তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি \'পিসি-ভাইপো\'-কে বীরভূমের মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অনুব্রতর (Anubrata Mondol) গড়ে মজবুত তৃণমূল কংগ্রেস। সেখানেই এবার ভাঙন ধরাতেই বদ্ধপরিকর গেরুয়া শিবির। জে পি নাড্ডা বলেন, \"অভিষেক ব্যানার্জি বখে যাওয়া ছেলে। তাই রাজীবরা সরে গিয়েছেন। রাজীব ব্যানার্জি, মুকুল রায়- এরা জানেন তৃণমূল কংগ্রেস আর মা-মাটি মানুষের সুরক্ষা নেই। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ ওঁরা দেশের জন্য কাজ করতে চায়।\"